নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে জনগণকে ভোট বর্জনে উৎসাহীত করতে লিফলেট বিতরণ করেছে সোনারগাঁ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শুক্রবার (১৭ মে) উপজেলার বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করেন তারা।
বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, ১ দফা দাবী আদায়, উপজেলা নির্বাচন সহ সকল স্থানীয় সরকার নির্বাচন বর্জন করুণ ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ সম্বলিত লিফলেট বিতরণ করেন। উপজেলার পিরোজপুর ইউনিয়ন সকালে ও পৌরসভায় বিকেলবেলা এই কর্মসূচী বাস্তবায়ন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপি’র সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেনে,সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, জাপান প্রবাসী বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক, সহ সভাপতি মনিরুজ্জামান মনির, রফিকুল ইসলাম বিডিআর, তাজুল ইসলাম সরকার, সহ সাধারণ সম্পাদক আব্দুর রাহমান সরকার, শফিউল আলম বাচ্চু, বরকত মোল্লা,
সোনারগাঁ উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জালিল, এডভোকেট সাদ্দাম ও সেন্টু প্রমুখ।