পুলিশ

সোনারগাঁয়ে ডাকাতিসহ ২০ মামলায় অভিযুক্ত যুবক আটক

সোনারগাঁয়ে ডাকাতিসহ ২০ টি মামলায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারী) বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারী। এর আগে রবিবার রাতে মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক হলেন হাবিবপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানবাহনসহ বিভিন্ন বাসা বাড়িতে সাদ্দাম হোসেনের নেতৃত্বে ডাকাতি সংঘটিত হয়ে আসছে। গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামে পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় ডাকাত দলের সর্দার সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাকে আজ (সোমবার) সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ। সাদ্দামের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ২০ মামলা রয়েছে।

Related Articles

Back to top button