নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ শাখার আয়োজনে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক ও বর্তমান সাথী ও সদস্যদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়ছে।
শুক্রবার সকালে নয়াপুর ফুড প্যারাডাইস রেস্টুরেন্টে সোনারগাঁ উপজেলা আমির ইসহাক মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরের আমির আবদুল জব্বার।
এ সময় সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার খুনি ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে।ভোটার বিহীন অবৈধ সরকার অবৈধ ভাবে জামায়াতে ইসলামীর কেন্দীয় নেতৃবৃন্দদের যেভাবে বিশেষ ট্রাইব্যুনালে ফাসি দিয়েছে, তার বিচারসহ খুনি হাসিনাকে মেধাবী শিক্ষার্থীদের হত্যার দায়ে আইনের মাধ্যমে ফাসি দিতে হবে। এটাই এখন সময়ের ন্যায্য দাবি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কমিটির মজলিশে সুরার সদস্য ও সোনারগাঁ আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল প্রিন্সিপাল ড. মো.ইকবাল হোসাইন ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা আমির জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কমিটির মজলিশে সুরার সদস্য মমিনুল হক সরকার, ঢাকা দক্ষিণ শ্রমিক কল্যান ফেডারেশনের আপ্যায়ন সম্পাদ ড.আসগর ইবনে আলী, নারায়ণগঞ্জ জেলার বায়তুল মাল সম্পাদক দেওয়ান খোরশেদ আলম, সাদিপুর সিনিয়র আলীম মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল অধ্যক্ষ আবু জাফর, নারায়ণগঞ্জ জেলা ছাত্র শিবির এর সাবেক সভাপতি মোহাম্মদ জুবায়ের, এডভোকেট ইস্রাফিল প্রমুখ।