নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদি ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার বিকেলে বারদি খেলার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বারদি ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আমিন মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা ।
বারদি ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ, সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, মহিলা জাতীয় পার্টির সভাপতি জাহেদা আক্তার মনি প্রমুখ।