কমলমতি শিক্ষার্থীরা যে সময় বন্ধুদের সঙ্গে আড্ডা, গল্পে মজে থাকার কথা কিংবা নেহাতই ঘরে বসে পড়ার কথা; ঠিক সে বয়সেই স্বেচ্ছায় সোনারগাঁয়ের সবচেয়ে ব্যস্ততম রাজপথ মোগরাপাড়া চৌরাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ করছেন তারা।
কেবল শিক্ষার্থরাই নয়, ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তার গ্রান্ট্রাক সড়কের মোড়ে দেখা মিললো বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরও। ১৩ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টায় দেখাযায় একজন জনপ্রতিনিধিকেও।
তিনি হলেন পিরোজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান। স্বেচ্ছায় যারা অবতীর্ণ হয়েছেন ট্রাফিক পুলিশের ভূমিকায়, তাদেরকে তিনি পানি পানকরান ও বিস্কুট বিতরণ করেন।
আব্দুল মান্নান মেম্বারের এই মানবিক উদ্যোগেটি এখন প্রশংসা ও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে সর্বত্র।