খেলার খবরসোনারগাঁয়ের খবর
সোনারগাঁয়ে আন্তঃ স্কুল ফুটবল খেলায় ব্যাপক অনিয়মের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা :
সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার এন এ এম পাইলট স্কুলের হয়ে ৩ জন কলেজ পড়ুয়া ছাত্র ও ২ জন অনিয়মিত ছাত্র নিয়ম বহির্ভূতভাবে খেলায় অংশগ্রহণ করার অভিযোগ উঠে।
গতকাল ১০ সেপ্টেম্বর পিরোজপুর ইউনিয়নের তাহের পুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের সঙ্গে বৈদ্যেরবাজার মাঠে খেলার চলাকালীন সময় এই অনিয়ম করা হয়েছে।
এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক খেলা শেষ হওয়ার আগেই চলে যান।
এছাড়া অনেক স্কুলের ক্রীড়া শিক্ষক বৈদ্যের বাজার এন এ এম পাইলট স্কুলের ক্রীড়া শিক্ষক জহিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেন।
অভিযোগের বিষয়ে সোনারগাঁ উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কাজল পাল কে জানানো হলে তিনি বলেন এ বিষয়ে আমার কাছে এমন কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।