পুলিশ

সোনারগাঁয়ের চাঞ্চল্যকর রাব্বি হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা :


চাঞ্চল্যকর রাব্বি হত্যা মামলার এজহার ভুক্ত দুইজন আসামিকে নোয়াখালী থেকে গ্রেফতার করেছেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃরা হলো, এজহারের ৫ নং আসামি শুভ (২২), পিতা- নাসির, সাং-বাড়ীচিনিশ ও ১১ নং আসামি মিন্টু(৪০), পিতা-অজ্ঞাত, সাং- বাড়ী মজলিশ।

উল্লেখ্য যে, গত ৯ জুন রোববার রাত ১০টার দিকে মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রামে ফজলে রাব্বী (২৯) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এঘটনায় নিহত ফজলে রাব্বীর মা সাহানারা বেগম বাদী হয়ে ১২ জনের নামে ও অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামি কর হত্যা মামলার অভিযোগ করেন।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, অন্য আসামিদের ধরতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে গোয়েন্দা পুলিশের কার্যালেই। রিমান্ড চেয়ে তাদেরকে শনিবার আদালতে প্রেরন করা হবে।

Related Articles

Back to top button