সোনারগাঁয়ে কৃষ্ণপুরা আলিফ বাইতুল মামুর জামে মসজিদ ও কবরস্থানের উন্নয়ন কল্পে গতকাল ১০মার্চ রোববার ৪র্থ বার্ষিক ইসলামী সম্মেলন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কৃষ্ণপুরা যুব সমাজ পৌর এলাকার কৃষ্ণপুরা মোড়ে এ সম্মেলনের আয়োজন করে।
কৃষ্ণপুরা গ্রামের সমাজ সেবক আব্দুল আউয়াল প্রধানের সভাপতিত্বে ইসলামী সম্মেলনে ওয়াজ ফরমান ঢাকার আমুলিয়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাদেকী, নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরী শাসনগাঁও শাহী জামে মসজিদের খতিব মুফতি রেজাউল করিম মাহমুদী, সোনারগাঁ সরকারী মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি মিজানুর রহমান, কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মুফতি আলী আকবর আনসারী, কৃষ্ণপুরা আলিফ বাইতুল মামুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা কাউসার মাহমুদ, সোনারখালী মসজিদের ইমাম হাফেজ মাওলানা মহিউদ্দিন প্রমুখ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাতা ফুড লিঃ এর পরিচালক মোঃ মুকুল সিকদার। উদ্ধোধক ছিলেন সমাজ সেবক মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন লাবন্য এন্টারপ্রাইজের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন, সমাজ সেবক সোলায়মান প্রধান, সাংবাদিক ফজলে রাব্বী সোহেল, ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান মিলন, রীভা গ্রন্থাগারের সাধারণ সম্পাদক আতা রাব্বী জুয়েল প্রমুখ।
পরে দেশের কল্যান কামনা করে দোয়া করা হয়।