সংবাদ মাধ্যম

সোনারগাঁও প্রেস ক্লাবের প্রয়াত সাংবাদিক বাবুল মোশাররফের চতুর্থ মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল

নিজস্ব সংবাদদাতা :


সোনারগাঁও প্রেস ক্লাবের প্রয়াত সভাপতি লেখক ও সাংবাদিক বাবুল মোশাররফ এর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও উপদেষ্টা এবং সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভ‚ঁইয়া।

সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রবিউল হুসাইনের সঞ্চালনায় আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে প্রয়াত বাবুল মোশাররফসহ ক্লাবের সদস্য ও তাদেরর প্রয়াত স্বজনদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন সোনারগাঁও উপজেলা পরিষদের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। ক্লাবের বর্তমান নির্বাহী কমিটির মেয়াদকালে যে সকল সদস্য তাদের স্বজনদের হারিয়েছেন তাদের লিখিত শোকবার্তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও সাতিহ্য নিকেতনের সভাপতি কবি রহমান মুজিব, সহ সভাপতি আসমা আখতারী, সুর্বণগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবি শাহেদ কায়েস, খেলা ঘর সোনারগাঁও শাখার উপদেষ্টা মতিউর রহমান, পরিবেশ বিষয়ক লেখক মোহাম্মদ মহসিন, প্রেস ক্লাবের উপদেষ্টা সাইফুল ইসলাম রিপন, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, নিবার্হী সদস্য মনির হোসেন, সাংবাদিক আনিছুর রহমান, মাহবুবুল ইসলাম সুমন, সংগঠক মোহাম্মদ হোসাইন, সাহিত্য নিকেতনের অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, সাংস্কৃতিক সম্পাদক মোয়াজ্জেনুল হক, প্রচার সম্পাদক মোফাখকার সাগর, তথ্য সম্পাদক মোকাররম সলিল, নির্বাহী সদস্য এরশাদ হুসাইন অন্য, সদস্য সালেহ জুম্মান, প্রেস ক্লাবের সদস্য সেলিম রেজা, গিয়াস কামাল, ইয়াকুব হোসেন, কামরুল ইসলাম পাপ্পু, সামাজ সেবক আব্দুস সাত্তার, আব্দুল করিম প্রমুখ।

Related Articles

Back to top button