সোনারগাঁওয়ের কাঁচপুরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করেছে সোনারগাঁওয়ের কাঁচপুর ইউনিয়ন যুবলীগ। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা ১১ টায় সোনারগাঁও উপজেলার কাঁচপুরে এ র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীটি কাঁচপুর ইউনিয়ন যুবলীগ কার্যালয় থেকে শুরু করে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে পুনরায় যুবলীগ কার্যালয় গিয়ে র্যালীটি শেষ করা হয়।
কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুব পারভেজ এর সভাপতিত্বে র্যালীতে বাদ্যযন্ত্র নিয়ে কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত কাঁচপুর ইউনিয়ন যুবলীগ নেতা হাজী রাশেদ উদ্দিন, জনি খান,১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ কাউছার,৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এরশাদ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ৯ং ওয়ার্ড যুবলীগের সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রমুখ।