সাংবাদিক বাবুল মোশাররফ এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহ্ফিল আলোচনা সভা
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সাংবাদিক বাবুল মোশাররফ এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহ্ফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর রোববার বিকালে সোনারগাঁ প্রেসক্লাবের উদ্যোগে এ দোয়া মাহ্ফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোনারগাঁ প্রেসক্লাবের সভাপতি অসিত কুমার দাস’র সভাপতিত্বে ও সদস্য রবিউল হুসাইন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সোনারগাঁ প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য সাইফুল ইসলাম রিপন, বাবুল মোশাররাফ এর স্ত্রী আসমা আখতারি, সোনারগাঁ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন তুষার, সহ-সম্পাদক হাসান মাহমুদ রিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, দপ্তর সম্পাদক আনিসুর রহমান, ক্রীড়া সম্পাদক মশিউর রহমান, সাংবাদিক কল্যাণ সম্পাদক দীপন সরকার, নির্বাহী সদস্য হীরা লাল বাদশা, লেখক মোফাখখার সাগর, সদস্য আবু বক্কর সিদ্দিক, মুক্তার হোসেন মোল্লা, মাজহারুল ইসলাম, আবুল বাসার, আক্তার হাবিব, নাসির উদ্দিন, হুমায়ুন কবির, লেখক মোকাররম সলিল, শ্রাবন প্রমূখ।
দোয়া মাহফিল শেষে সাংবাদিক বাবুল মোশাররফ এর কর্ম ও জীবন নিয়ে আলোচনা করা হয়।