সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাব ও রাকিব শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর যৌথ উদ্যোগে অর্ধশত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরনের করা হয়েছে।
আজ ২৮ জানুয়ারি রবিবার বিকেলে সোনারগাঁ পৌরসাভার টিপরদী এলাকায় অসহাশ শীতার্ত ৫০ টি পরিবারের মাঝে একটি করে কম্বল দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সোনারগাঁও পৌরসভার মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার মুহাম্মদ হোসাইন, সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাবের সভাপতি ও রাকিব শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের প্রপাইটর মোঃ ইব্রাহীম খলিল, সাধারন সম্পাদক মোঃ সামির সরকার সবুজ, সোনারগাঁ মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সাংবাদিক হাজী মো. শাহজালাল, সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি তপন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার হোসেনসহ আরো অনেকেই।