সামাজিক সংগঠন শ্লোগানের উদ্যোগে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শ্রমজীবি মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত সাংবাদিক ইউনিয়নের সামনে এই ইফতার সামগ্রী বিতরন করা হয়। এসময় প্রায় আড়াইশত ইফতার প্যাকেট তুলে দেয়া হয় অভুক্ত পথচারী, হকার, রিক্সা চালক এবং অসহায় মানুষের মাঝে।
ইফতার বিতরনের বিষয়ে শ্লোগানের প্রচার সম্পাদক সাবিত আল হাসান বলেন, ‘আমরা রোজার মাসে দরিদ্র অসহায় মানুষের পাশাপাশি রোজাদার ব্যাক্তিদের হাতে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী পালন করি। ইতিপূর্বে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও বন্দরে আমাদের ইফতার বিতরন হয়েছে এবং আজ চাষাঢ়ার ব্যস্ততম বঙ্গবন্ধু সড়কে ইফতার বিতরণ করেছি। ঈদের পূর্বে সমাজের দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী তুলে দেয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।
এসময় অন্যান্যদের ভেতর আরও উপস্থিত ছিলেন, শ্লোগানের সভাপতি মীর ছিবগাতুল্লাহ ত্বকী, সাধারণ সম্পাদক সোহেল খান, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, সহ সম্পাদক হাসনাত জিদনী নাবিল, ত্রান বিষয়ক সম্পাদক সবুর খান, অর্থ সম্পাদক আহনাফ নূর, অফিস সম্পাদক সাইফুল ইসলাম সাগর, সদস্য মেহরাব প্রভাত, সানি, শিশির, সুফিয়ান মৃদুল প্রমুখ স্বেচ্ছাসেবী।’