সামাজিক সংগঠন “আগামীর বাতিঘর”এর উদ্যোগে ফুটবল প্রীতি ম্যাচ ও পুরুস্কার বিতরনী এবং সংবর্ধনা অনুষ্ঠান ১১জুলাই শুক্রবার হোসেনপুর এস.পি.ইউনিয়ন ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত ফুটবল প্রীতি ম্যাচটি নির্ধারিত সময় ১ -১ গোলে ড্র থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়” শ্বাসরুদ্ধকর ম্যাচে মোনে মোন্না স্মৃতি সংসদ কাছে সটাইব্রেকারে হেরে যায় সোনারগাঁ একাদশ।
মোয়াজ্জেম হোসেন জুয়েল(এসএভিপি,সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেড) সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান-উল-ইসলাম।
উদ্বোধকঃ জনাব আলহাজ্ব শাজালাল শিকদার, সাধারণ সম্পাদক,একরাম পুর জামে মসজিদ।
বিশেষ অতিথি:১। জনাব মোঃ শায়েক উল-হক,জনাব রাসেদুল ইসলাম,জনাব মজিবুর হক পলাশ।
টুর্নামেন্ট পরিচালনা করেন মোঃ জাফর ইকবাল জুয়েল মোঃ মনির হোসেন,মোঃ আল- আমিন প্রধান,মোঃ রোমান মোঃ আমির হোসেন রনি,আবুল হাসনাত
মোঃ কবির হোসেন ইমু,মোঃ ।
উক্ত ফাইনাল খেলা দেখতে
উপজেলার ও শম্ভুপুরা ইউনিয়নের ও আশেপাশের এলাকা সহ শত শত দর্শক মাঠে অবস্থান করে।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।