শহর

শামীম ওসমানের শ্বশুরের ইন্তেকাল চেয়ারম্যান মাসুমের শোক প্রকাশ ও দোয়ার প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান
সালমা ওসমান লিপির পিতা এবং নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.কে.এম শামীম ওসমানের শ্বশুর হাজী সাইফুদ্দিন আহম্মেদ আর নেই। চলে গেলেন না ফেরার দেশে।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অর্থ: আমরা আল্লাহর জন্য এবং আমাদেরকে তারই দিকে ফিরে যেতে হবে। (সূরা বাকারা, আয়াত ১৫৬)

হাজী সাইফুদ্দিন আহম্মেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সবার কাছে দোয়ার প্রার্থনা করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

শনিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার সন্ধ্যায় এক শোক বিবৃতিতে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম চেয়ারম্যান মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাদ আসর নারায়ণগঞ্জের মাসদাইর ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে বন্দর লক্ষন খোলা পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

Related Articles

Back to top button