শামীম ওসমানের শ্বশুরের ইন্তেকাল চেয়ারম্যান মাসুমের শোক প্রকাশ ও দোয়ার প্রার্থনা
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান
সালমা ওসমান লিপির পিতা এবং নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.কে.এম শামীম ওসমানের শ্বশুর হাজী সাইফুদ্দিন আহম্মেদ আর নেই। চলে গেলেন না ফেরার দেশে।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অর্থ: আমরা আল্লাহর জন্য এবং আমাদেরকে তারই দিকে ফিরে যেতে হবে। (সূরা বাকারা, আয়াত ১৫৬)
হাজী সাইফুদ্দিন আহম্মেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সবার কাছে দোয়ার প্রার্থনা করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
শনিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার সন্ধ্যায় এক শোক বিবৃতিতে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম চেয়ারম্যান মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বাদ আসর নারায়ণগঞ্জের মাসদাইর ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে বন্দর লক্ষন খোলা পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।