আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক অসহায় দুস্থ গরীব দুঃখী মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে থ্রি পিস বিতরণ করলেন সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের সংবাদ এর সোনারগাঁ উপজেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল।
বৃহস্পতিবার ২৯ মার্চ ১১ টায় সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
শাড়ি ও থ্রি পিস পেয়ে গরিব দুঃখীদের মুখে হাসি ফুটে উঠেছে। এ সময় সবাই বলেন প্রতি বছরই ঈদ এলে ইব্রাহিম খলিল। আমাদের ঈদ উপহার শাড়ি থ্রি পিস দেন,এ ছাড়াও শাড়ি লুঙ্গি নগদ অর্থসহ অন্যান্য অনেক কিছু দিয়ে সারা বছর আমাদেরকে সহযোগিতা করেন।
ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, ইসলাম পুর এলাকার মইনুদ্দিন প্রধান, মুতি প্রধান, সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামির সরকার সবুজ, সাংবাদিক মোক্তার হোসেন, জহিরুল ইসলাম সিরাজসহ প্রমুখ।
শাড়ি ও থ্রি পিস বিতরণের সময় সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সভাপতি ইব্রাহিম খলিল বলেন, গরিব অসহায় ও খেটে খাওয়া মানুষের কদর আমাদের কাছে সব সময়ই থাকবে, আমি যতদিন জীবিত আছি খেটে খাওয়া গরিব অসহায় সাধারণ মানুষদের ঈদ উপহার দিয়েই যাবো ইনশাআল্লাহ।
এবারের ঈদে গরিব অসহায় খেটে খাওয়া মানুষের পাশে থেকে প্রায় শতাধিক পরিবারের মধ্যে শাড়ি থ্রি পিস বিতরণ করেছি এবং ভবিষ্যৎতে আরো বেশি করে গরিব দুঃখিদের পাশে থেকে সাহায্য সহযোগিতা অব্যাহত রাখবো ইনশাল্লাহ।