লোহাগাড়ায় ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান লিডারশিপ স্কুলের যাত্রা শুরু
অনলাইন নিউজ ডেস্ক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
ভালো মানুষ গড়ে তোলার প্রত্যয়ে সৃজনশীলতার বহুবিধ প্লাটফর্ম সৃষ্টির মধ্য দিয়ে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় যাত্রা শুরু করেছে উপজেলার প্রথম সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান লিডারশিপ স্কুল এন্ড কলেজ।
২০শে নভেম্বর সকাল দশটায় ফ্রি চিকিৎসা ক্যাম্পের মধ্যদিয়ে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটি নীতিনির্ধারকরা।ভর্তির প্রথমদিন শিশুদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
উপজেলার প্রাণকেন্দ্রে লোহাগাড়া থানার পাশে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটিতে রয়েছে আবাসিক হোস্টেল,ক্রীড়া ও ভাষা প্রশিক্ষণ কেন্দ্র,নানান জাতের পাখি ও ফিশ এ্যাকুরিয়াম সমৃদ্ধ বিনোদন পার্ক,ইসলাম,হিন্দু ও বৌদ্ধ ধর্মের উপর বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাসহ একজন শিক্ষার্থীকে সৎ,দক্ষ,মানবিক গুণাবলি সম্পন্ন সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তোলার সকল উপাদান।
প্রতিষ্ঠানটির অন্যতম উদ্যোক্তা ও পরিচালক মোহাম্মদ এমরান জানান,সৃজনশীল মানুষেরাই দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যায়।তাই সমাজ ও রাষ্ট্রকে সৎ, দক্ষ ও সৃজনশীল মানুষ উপহার দেওয়ার লক্ষে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে আজ থেকে যাত্রা শুরু করলো লিডারশীপ স্কুল এন্ড কলেজ।