সারাদেশ

র‍্যাব হেফাজতে আসামির মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

সন্দেহভাজন আসামি হিসেবে আটকের পর র‍্যাব হেফাজতে নজরুল ইসলাম বাবুল (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন শেভরন ক্লিনিক্যাল ল্যাব থেকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছিল। তার মৃত্যুর বিষয়ে এখনো
পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

বাবুল একসময় বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায়। নজরুল ইসলাম বাবুলের স্ত্রী বলেন, আমার স্বামী স্ট্রোক করে মারা গেছেন। এর চেয়ে বেশি কিছু বলতে পারব না। বলতেও চাই না। আমার ছোট ছোট দুটি ছেলে আছে। তাদের নিয়ে বাঁচতে চাই।

র‍্যাব -৭ অধিনায়ক লে কর্নেল এম এ ইউসুফ বলেন, মঙ্গলবার রাতে আমাদের কাছে তথ্য আসে একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি নগরীর পাঁচলাইশ থানাধীন শেভরন ল্যাবে অবস্থান করছে। পরে নজরুল ইসলাম বাবুল নামে ওই ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দফতরে নেওয়ার পথে তিনি বুকে ব্যথা অনুভব করেন। র‍্যাব সদস্যরা তখন তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি আগে থেকেই হার্টের রোগী ছিলেন। চিকিৎসকদের মতে, তার হার্টের ৯০ শতাংশ ব্লক ছিল। তিনি বলেন, জিজ্ঞাসাবাদ করার সময় নজরুল ইসলাম বাবুলের স্ত্রীও সঙ্গে ছিলেন।

Related Articles

Back to top button