রূপগঞ্জ

রূপগঞ্জে দুই ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

রূপগঞ্জে ভুয়া ডিবি পুলিশের পরিচয় দেয়া দুই যুবক আটক করেছে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকা থেকে আসামিদের আটক করে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী।

আটককৃতরা হলেন, আড়াইহাজার উপজেলার গাজীপুরা গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে মো. ফয়সাল (২৯) ও বগুড়ার সোনাতলা উপজেলার পাকুলা গ্রামের আলম মিয়ার ছেলে সোহান মিয়া।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী বলেন, গতকাল রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় থেকে রূপগঞ্জ থানার ডিউটিরত টহল টিম দুইজন ভুয়া ডিবি কে দেখতে পেয়ে সন্দেহ হলে জিজ্ঞাসা করে, পরে তারা ঠিকঠাক মতো উত্তর দিতে না পারলে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের থেকে ডিবি লেখা ২টি পোশাক, ৩টি ওয়াকিটকি, ১টি হ্যান্ডকাফ ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এবং আটককৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button