ম্যাজিক ম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে নির্বাচনী আনন্দ র্যালী
মোঃ রিপন রেজা
জাতীয় সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরী এলাকায় নির্বাচনী আনন্দ র্যালী বের হয়।
তফসিল ঘোষণার পরদিন বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং সোনারগাঁয়ের ম্যাজিক ম্যান হিসেবে পরিচিত আলহাজ্ব মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে আনন্দঘন র্যালীটি বের করা হয়।
নির্বাচনী আনন্দ র্যালীটি পিরোজপুর ইউনিয়ন আওয়ামিলীগের প্রধান কার্যালয় হতে শুরু করে মেঘনা টোল প্লাজা,আষাঢ়ি-চর দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সহ নিউটাউন প্রদক্ষিণ করে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে এসে শেষ করে।
নির্বাচনী আনন্দ অনুষ্ঠানে উপজেলা হতে আগত খন্ড খন্ড আকারে ম্যাজিক ম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ডাকে প্রায় ১০-১২ হাজার নেতাকর্মীদের সমাগম ঘটলে রূপ নেয় উৎসব মুখর পরিবেশের।
যা ইতিপূর্বে দেখা যায়নি।অনুষ্ঠানটিতে দলীয় স্লোগান জয় বাংলা,জয় বঙ্গবন্ধু,জয় শেখ হাসিনার জয়,জয় নৌকার জয় আরো বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে সোনারগাঁওয়ে রাজপথ।
এদিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ও নাশকতা প্রতিরোধে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
এর পাশাপাশি র্যাব,বিজিবি,আনসার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা মাঠে রয়েছে।প্রসঙ্গতঃ বুধবার(১৫ ই নভেম্বর)রাত ৭ঃ০০ টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার(সিইসি)কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী ৭ই জানুয়ারি ২০২৪ ইং রোজ রবিবার ভোট গ্রহণ।মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩০ শে নভেম্বর।যাচাই-বাছাই ১ লা ডিসেম্বর থেকে ৪ ঠা ডিসেম্বর পর্যন্ত।প্রত্যাহারের শেষ তারিখ১৭ ই ডিসেম্বর।১৮ ই ডিসেম্বর থেকে ৫ ই জানুয়ারি সকাল পর্যন্ত প্রচার-প্রচারণা।