মিথ্যা মামলার প্রতিবাদে বিএনপি পরিবারের সদস্য অধ্যক্ষ ড.মো:নূর আলম যা বললেন..
নিজস্ব প্রতিবেদক :
আমি ড.মো:নূর আলম, অধ্যক্ষ, ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ, ডেমরা।
আমি ছাত্রজীবনে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হলের ছাত্র সংসদের ৮৮-৮৯ সালে নির্বাচিত ক্রিড়া সম্পাদক ছিলামএবং কামাল উদ্দিন হল ছাত্রদলের যুগ্মসম্পাদক থাকা কালে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতৃত্ব দিয়েছি।
১৯৯৩-৯৪সালে সোনারগাঁ থানা ছাত্র দলের আহবায়ক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করি।দলীয় কোন্দল নিরসন করে সোনারগাঁ থানা ছাত্র দলকে সুসংগঠিত করি।সেসময় পাট মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ, সংসদ সদস্য অধ্যাপক রেজাউল করিম ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা কামরুজ্জামান রতনের উপস্থিতে সফলতার সাথে ছত্রদলের সম্মেলন সম্পন্ন করি।
কলেজের অধ্যাপনায় যোগদান করে সবসময়ই বিএনপির সাথে সম্পৃক্ত ছিলাম।
আমি ২৩ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে পি-এইচডি ডিগ্রি অর্জন করি। পিএইচডি ডিগ্রি অর্জুন কালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালযে হলে অবস্থান করেছি। এ সময়ে ছাত্রদলের সভাপতি পারভেজ মল্লিক এবং ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ প্রচারে বিশেষভাবে কাজ করেছি।
২০০৮ সালে বিএনপি দলীয় সংসদ সদস্য স্বনামধন্য সরদার সাখাওয়াত হোসেন বকুল সাহেবের প্রতিষ্ঠিত সরদার আসমত আলী মহিলা কলেজে ১৫ বছর চার মাস অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেছি।
স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নানাভাবে সম্পৃক্ত ছিলাম। ছাত্রদের আন্দোলনে উৎসাহিত করেছি এবং সহযোগিতা করেছি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হীন স্বার্থে ব্যবহার করা আন্দোলনে শহীদদের রক্তের সাথে বেইমানি করার শামিল। এ আন্দোলনের মর্মার্থ ছিল স্বৈরাচারের পতন, রাষ্ট্রীয় সরকার, সমাজের সর্বস্তরে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করা। সত্য এবং ন্যায়ের বিপক্ষে যাদের অবস্থান তারাই সমাজের প্রকৃত শত্রু। এদের চিহ্নিত করার সময় এসেছে। চাঁদাবাজি, লুণ্ঠন, মাদক ব্যবসায়ীদের সাথে আঁতাত, দলীয় পদকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করা, অন্যের প্রতি জুলুম করা বন্ধ করতে হবে।
অযোগ্য নেতৃত্বের মূল উৎপাটন করতে হবে। মিথ্যা মামলার হয়রানি বন্ধ করতে হবে। যারা অন্যায়ের সাথে জড়িত তাদের বিচার করতে হবে। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতায় অত্যাচারী জুলুম বাজদের জনমনে কোন স্থান হবে না। আসুন সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়েআমরা এগিয়ে যাই।
তারুণ্যের অহংকার জনাব তারেক জিয়ার হাতকে শক্তিশালী করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সঠিকভাবে অন্তরে লালন করি। বাংলাদেশে জনমনে বিএনপি’র ভাবমূর্তি উজ্জ্বল করি।