মাওলানা সাঈদীর মুক্তির দাবিতে লন্ডনে আলোচনা সভা অনুষ্ঠিত
আমিনুল ইসলাম মুকুল, (লন্ডন) সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সম্প্রতি ২৮ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের মক্কা গ্রিল হলরুমে ফ্রি সাঈদী ফোরাম ইউকে’র আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ফ্রি সাঈদী ফোরাম ইউকে’র সভাপতি করিম মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি আহমদ আলীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সালেহ আহমদ এবং সংগিত পরিবেশন করেন রাইয়ান চৌধুরী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম, সি, কলেজের অর্থনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর আব্দুল আহাদ।আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ থেকে অনলাইনে যুক্ত হন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদীর ছেলে মাসুদ সাঈদী।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সিলেট জেলা সভাপতি আবদুল্লাহ আল মুনিম, বাড্ডা থানা শিবিরের সাবেক সভাপতি মোঃ আব্দুর রহমান(খোকা), ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সভাপতি মো: রায়হান উদ্দিন, সহ সভাপতি মো: তরিকুল ইসলাম ও আমিনুল ইসলাম মুকুল।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের বর্তমান সরকার জামায়াতকে নেতৃত্ব শূন্য করার হীন উদ্দেশ্যে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল এর মাধ্যমে বিচারের নামে প্রহসনের নাটক সাজিয়ে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসির দন্ড প্রদান করেন।কিন্তু দেশের জনগণ আওয়ামী সরকারের ষড়যন্ত্র বুঝতে পেরে সেই সাজানো রায়কে প্রত্যাখ্যান করেন এবং প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শণ করেন।জালিম সরকারের আইনশৃঙ্খলা বাহিনী সেই প্রতিবাদ মিছিলে গুলি চালিয়ে পাখির মতো প্রায় ২৫০ জন নিরীহ মানুষকে হত্যা করে।তারা আরও বলেন, দেলওয়ার শিকদার নামের একজন কুখ্যাত খুনির অপরাধের দায় নিরপরাধ সাঈদীর ওপর চাপিয়ে চরম মানবাধিকার লঙ্ঘন করা হয়।দেলওয়ার শিকদার এবং দেলাওয়ার হোসাইন সাঈদী কখনো এক ব্যক্তি নয়।এটা শুধু ইতিহাসের জঘন্য মিথ্যাচার নয়, এর মাধ্যমে জাতিকেও অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে যা অত্যন্ত লজ্জার।তারা এই ভুল রায় সংশোধন করে রাজনীতির উর্ধ্বে উঠে বয়োবৃদ্ধ আলেম মাওলানা সাঈদীকে মুক্তি দেয়ার জোর দাবি জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, সাহান বিন নিজাম ,কে করাম , মির্জা আবুল আহমেদ, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল এর সেক্রেটারি বুরহান উদ্দীন চৌধুরী ইভেন্ট ও ম্যানেজম্যান্ট সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সফর, ইকবাল হোসেন, রুজেল মিয়া, কামরুল হাসান রাকিব, মো : মোর্শেদ আহমদ খান ইউকে সেন্টার ফর বাংলাদেশ ইস্যুজ এর সেক্রেটারী আরজানুজ্জামান, প্রচার সম্পাদক মোঃ ফান্টু, অফিস সম্পাদক মোঃ আলী উজ্জল, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, ফয়েজ আহমেদ, ইউকে সেন্টার ফর বাংলাদেশ ইস্যুজ এর মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা হক(তারিন ), ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের বাংলাদেশ বিষয়ক সম্পাদক আলম আহমেদ ,বিশিষ্ট ইউটিউবার ও ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের এর সদস্য পারভেজ আহমেদ সুজা।এছাড়া উপস্থিত ছিলেন রুহুল আমীন, মামুন মিয়া ,সায়েক উদ্দিন, জাকির হোসেন, সাঈদ আহমেদ , মাহবুবুল হাসান রিয়াদ, মোঃ মহিবুল ইসলাম, রায়হান চৌধুরী, সাবের আহমেদ , খালেদ আহমেদ , নজরুল ইসলাম, সালেহ আহমেদ আবদুল হক ,আব্দুল আলিম মাহ্দী ,মসিউর রহমান ,তারেক আজীজ ,সোহেল আহমেদ ,মাসুকে এলাহী ,আবুল হাসনাত ,লিয়াকত আলী ,
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরীর সাবেক ছাত্রনেতা মো :শোয়াইবুর রাহমান, ডাঃ মোঃ জায়েদ হোসেন প্রমুখ।