ভোটের মধ্য দিয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলো- সেলিম মেম্বার
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদে ভোট প্রদানের মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সেলিম মেম্বার।
পিরোজপুর ইউনিয়নের সাবেক যুবলীগের সভাপতি ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ্ব সেলিম রেজা ৯ ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ৬ নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম পেয়েছেন ৩ ভোট।
গতকাল সোমবার (১১ এপ্রিল) ইউনিয়ন পরিষদের উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামী ৫ বছরের জন্য আলহাজ্ব সেলিম রেজা প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ৯নং ওয়ার্ডের মেম্বার ও নব-নির্বাচিত প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রেজা বলেন, আমি সকল ইউপি সদস্যদের ও আমার প্রিয় ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই, যাদের ভোটে আমি দ্বিতীয়বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হয়েছি এবং দ্বিতীয় বার প্যানেল চেয়ারম্যান হলাম।