ভারতের উগ্র সাম্প্রদায়িক ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মুল মু’মিনীন হযরত আয়েশা রা: সম্পর্কে কটূক্তির প্রতিবাদে ইমাম ওলামা ঐক্য পরিষদ সাদিপুর ইউনিয়ন কর্তিক আয়োজিত কয়েক হাজার নবী প্রেমিকদের নিয়ে নয়াপুর ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন মাঠে গতকাল ১৮ ই জুন শনিবার বিকাল ৩ ঘটিকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শেষে নয়াপুর বাজার হাইওয়ে রোডে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়ার মধ্য দিয়ে শেষ করা হয়।
মাওলানা শরিফুজ্জামান এর সভাপতিত্বে মাওঃ ইলিয়াস মজুমদার ও মাওলানা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ইমাম ওলামা পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শেখ সাদী, সাধারণ সম্পাদক মুফতি মোজাম্মেল হক, মাওলানা আবুল বাশার, মাওলানা ক্বারী ইব্রাহিম, মাওলানা মাহফুজুর রহমান ,হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা আব্দুল মান্নান ,হাফেজ মাওলানা আবুল কালাম, মুফতি কাওছার, মুফতি রাশেদুল ইসলাম, মাওলানা ওমর ফারুক, মাওলানা সুলতান মাহমুদ মুফতি নুরুল ইসলাম মুফতি মোহাম্মদ আলী, মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা মুফতি আমিনুল ইসলাম প্রমুখ।
এসময় সমাবেশে নেতৃবৃন্দ বলেন, চলমান জাতীয় সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাব পাসের দাবি জানান ,ও ভারতীয় হাইকমিশনার তলব করে কঠোর প্রতিবাদ জানানোর আহ্বান জানান, এবং বাংলাদেশে ইসলাম ও মুসলমান সহ সকল ধর্মের বিষোদগার কারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ফাঁসি র বিধান রেখে আইন পাস করার আহ্বান জানান।