বিনা প্রতিদ্বন্দিতায় ফের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুম
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সোনারগাঁ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের চেয়ারম্যান হতে যাচ্ছেন ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।এ নিয়ে দ্বিতীয়বার দলীয় মোনোনয়ন নৌকা প্রতিক ও চেয়ারম্যানের পদ পাওয়া হলো তার।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে উপজেলার ইউপি নির্বাচনের প্রার্থীদের যাচাই-বাছাই অনুষ্ঠানে উপজেলা নির্বাচন অফিসার ইউসুফ উল রহমান,এই তথ্য নিশ্চিত করেছেন।
তৃতীয় ধাপের নির্বাচনে আগামী ২৮ নভেম্বর সোনারগাঁ উপজেলার ৮টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ছিল প্রার্থীতা যাচাই বাছাই এর দিন। এই দিন উপজেলার পিরোজপুর ইউনিয়নের ১ জন বিদ্রোহী প্রার্থীর মোনোনয়ন বাতিল হয়। এর ফলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ছাড়া আর কোন চেয়ারম্যান পদপ্রার্থী না থাকায় ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।