নির্বাচনের খবর

২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে ইসি

নিউজ ডেস্ক :

 

ভোটার তালিকা হালনাগাদে আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করা হবে এবং আগামী ৩০ জুনের মধ্যে এ কাজ শেষ করা হবে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, আইন অনুযায়ী চলতি বছর হালনাগাদের যেসব তথ্য সংগ্রহ করা হবে তা অন্তর্ভুক্ত করে খসড়া ভোটার তালিকা করা হবে। তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের ২ জানুয়ারি। আর চূড়ান্ত তালিকা হবে আগামী বছরের ২ মার্চ।

বছর শেষে ভোটারযোগ্যদের তালিকাভুক্ত করতে প্রয়োজনে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

নির্বাচন কমিশনারের মতে, যদি এর আগে জাতীয় নির্বাচন হয় এবং প্রয়োজন হলে অধ্যাদেশের মাধ্যমে আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে।

Related Articles

Back to top button