নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে তাহেরিয়া সুন্নিয়া কমপ্লেক্স হলরুমে ৯ই (ফেব্রুয়ারী) শুক্রবার বিকাল তিনটায় স্বাধীনতার চেতনায় বিশ্বাসী একমাত্র ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সোনারগাঁ থানা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়।
আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ সোনারগাঁ থানা শাখার সম্মানিত সাধারন সম্পাদক মাওলানা আনিসুজ্জামান আল কাদেরির উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
ছাত্র নেতা মুহাম্মদ পারভেজ এর সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থানা শাখার সম্মানিত সভাপতি জনাব মোঃ শাহজালাল সিকদার।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নারায়নগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি ছাত্র নেতা মুহাম্মদ মাহতাব হোসাইন।
প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম আল কাদেরি।
আরোও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থানা শাখার সাধারন সম্পাদক মুহাম্মদ জিয়াউর রহমান।
থানা গাউছিয়া কমিটির সাধারন সম্পাদক হাজী মুহাম্মদ মোক্তার হোসেন,
ইসলামী যুবসেনা থানা শাখার সভাপতি জনাব মোঃ সোহেল ভান্ডারি।
অতিথি বৃন্দের বক্তব্য শেষে কাউন্সিলিং এর মাধ্যমে মুহাম্মদ ইমন হোসাইন বাহারী কে সভাপতি, মুহাম্মদ ওমর ফারুক কে সাধারণ সম্পাদক এবং হাফেজ মুহাম্মদ হাসান কে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সোনারগাঁ থানা শাখার আংশিক কমিটি গঠন করা হয়।
সেই সাথে আগামী এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে অভিষেক অনুষ্ঠান করার জন্য গঠিত আংশিক কমিটি কে নির্দেশনা দেয়া হয়।
পরে মিলাদ ও দোয়ার মাধ্যমে কাউন্সিল সমাপ্তি ঘোষনা করা হয়।