সোনারগাঁয়ের খবর

সোনারগাঁয়ে জলাবদ্ধতা থেকে মুক্তি চায় গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

দুপুর বেলার একপশলা ভারী বর্ষণে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে ও বাড়িঘরে ঢুকে পড়ছে পানি। দুই ঘন্টার এই বৃষ্টি একদিকে গ্রামবাসীকে তীব্র গরম থেকে রেহাই দিয়েছে, অন্যদিকে গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় তাদের ভোগান্তিতে ফেলেছে।

শুক্রবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দুই ঘণ্টায় পানিতে সয়লাব হয়ে গেছে চেঙ্গাকান্দি গ্রাম। স্বল্প সময়ে প্রচুর বৃষ্টি হওয়ায় এই গ্রামের জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়েছে।
সরেজমিনে গেলে চেঙ্গাকান্দি গ্রামের মিজান মিস্ত্রি বলেন, আমাদের এই ভোগান্তি নতুন নয়, প্রতিবছর বর্ষার মৌসুম আসলেই জলাবদ্ধতায় শুরু হয় আমাদের দুর্ভোগে। এই দুরবস্থা নিরসনে পানিনিষ্কাশনের ব্যবস্থার দাবিতে জাতীয় পত্রিকায় প্রতিবেদন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেও কোন ফল পাচ্ছিনা। আমরা ভুক্তভোগী গ্রামবাসীরা এই জলাবদ্ধতা থেকে মুক্তি চাই।

Related Articles

Back to top button