পুলিশ

পুলিশের গাড়ি খাদে পড়ে ২ এসআই নিহত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পুলিশের গাড়ি খাদে পড়ে দুই উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)। নিহত পুলিশ সদস্যদের নাম উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম ও কাজী সালেহ। আহত এএসআই রফিকুল ইসলাম।
সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকায় পুলিশ সদস্য বহনকারী একটি প্রাইভেটকার খাদে পড়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, পুলিশের সদস্যদের বহন করা প্রাইভেট কারটি দত্তপাড়া সড়ক দিয়ে সোনারগাঁ থানার দিকে যাচ্ছিল। পথে একটি রিকশাকে পাশ দিতে গিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায় গাড়ি। এতে ঘটনাস্থলে দুজন এসআই নিহত হন। একজন আহত হন।

Related Articles

Back to top button