ব্যাভিচারে লিপ্ত নর-নারীর সমান শাস্তি, নারী ও পুরুষদের আইনগত সম অধিকার প্রতিষ্ঠায় এবং টিক টকার লায়লা কে গ্রেফতারের দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করেছে সেচ্ছাসেবী সংগঠন ‘এইড ফর মেন ফাউন্ডেশন’। নারী ও পুরুষদের আইনগত সম অধিকার প্রতিষ্ঠায় কাজ করেন ‘এইড ফর মেন ফাউন্ডেশন’ নামের এই সংগঠন।
ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ১৩ জুন সকাল সাড়ে ১০ থেকে ১২ টা পর্যন্ত তারা মানববন্ধন করেন।
উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সংগঠনের সভাপতি ডা. আব্দুর রাজ্জাক খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম, কোষাদক্ষ আল আমিন, ঢাকা জেলা কমিটির সভাপতি হাদিউজ্জামান পলক, সহ সভাপতি ইফতেখার আহমেদ, সোনারগাঁ উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক হাজী মো.শাহজালাল, সাধারন সম্পাদক মহিউদ্দিন, মোগরাপাড়া ইউনিয়ন কমিটির সভাপতি মুহাম্মদ মামুন, সোনারগাঁও পৌরসভা কমিটির সভাপতি জামান প্রমুখ।