পিরোজপুর ইউপি নির্বাচন: মেম্বার প্রার্থী মোশারফকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন সিরাজ
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে তৃতীয় ধাপে ইউনিয়ন ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ নভেম্বর, ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোশারফ হোসেনকে সমর্থন দিয়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন।১৫ নভেম্বর সোমবার আনুষ্ঠানিকভাবে সন্ধ্যার পর মেঘনা শিল্পনগরীতে ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে ফুলের শুভেচ্ছা জানিয়ে, সিরাজুল ইসলাম সিরাজ তার মেম্বার প্রার্থিতা প্রত্যাহার করেন, এবং ওয়াদা দেন আসন্ন ইউপি নির্বাচনে ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোশাররফ হোসেনের পক্ষে তিনিসহ তার সমর্থকরা মোশারফ হোসেন এর সাথে এক হয়ে কাজ করবে।
নির্বাচন থেকে সরে যাওয়ার কারণ হিসাবে সিরাজুল ইসলাম সিরাজ বলেন
সুখে দুঃখে সব সময় যাকে কাছে পেয়েছে তিনি হলেন দুই ভারের নির্বাচিত এবং তৃতীয় ভারের মত নির্ভর শীল মেম্বার প্রার্থী মোঃ মোশারফ হোসেন।
দল-মত-নির্বিশেষে বিপদে আপদে দিন কিবা রাতে জন কল্যাণে পাশে থাকেন মোশাররফ হোসেন মেম্বার। তাই তার সম্মানার্থে আমি এই নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ইন্জিঃ মাসুমসহ
আওয়ামী লীগ নেতা লিয়াকত হোসেন, মানিক মিয়া, ০৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজাফফর আলী, আওয়ামী লীগ নেতা হাজী মোঃ খোরশেদ আলম,, তোবারক হোসেন ভুঁইয়া,মতিউর রহমান, আঃ মতিন, আফাজ উদদীন, মাজহারুল ইসলাম ভুঁইয়া, আঃ হামিদ, দুলাল, মোহাম্মদ আলী, মাসুদ প্রমুখ।