সোনারগাঁয়ের খবর
পদ্মা সেতু উদ্বোধনের আনন্দে সোনারগাঁয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পদ্মা সেতুর ছবি সম্বলিত টিশার্ট বিতরণ করা হয়েছে।
সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সন্ধায় উপজেলা অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, অতিরিক্ত মহাসচিব (ঢাকা বিভাগ) এবং জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁয়ের এমপি লিয়াকত হোসেন খোকা।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মরত( ইউএনও) সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
জানা যায়, পদ্মা সেতুর উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।