নোয়াগাঁও ইউনিয়নে নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দায়িত্ব গ্রহন
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ইউসুফ দেওয়ান এর বিদায় সংবর্ধনা ও নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দায়িত্ব গ্রহন অনুষ্ঠিত হয় মঙ্গলবার সকালে।
এ সময় প্রাক্তন চেয়ারম্যান ইউসুফ দেওয়ান বলেন, আমি গত ৫ টি বছর সত্যতার সাথে নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। এ বছর নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সামসুল আলমকে আমি ইউনিয়ন পরিষদের সকল দায়িত্ব বুঝিয়ে দিলাম তিনি সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবেন। ও সকল ইউপি সদস্যদের সাথে নিয়ে ও নোয়াগাঁও ইউনিয়ন বাসীকে সাথে নিয়ে এলাকার বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে যাবে।
এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান সামসুল আলম বলেন,প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব ইউসুফ দেওয়ান সব সময় আপনাদের পাশে ছিলেন। এবং আমি আজকে দায়িত্ব বুঝিয়া নেই ও এই ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। সৎ ও নিষ্ঠার সাথে যেন দায়িত্ব পালন করতে পারি সকল ইউপি সদস্যদের সাথে নিয়ে এলাকার সাধারণ জনগণদের সাথে একসাথে কাজ করে যাব ও এবং সরকারের তহবিল থেকে আসা কাজগুলো এলাকায় উন্নয়নের সাথে করে যাব। অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করাই হবে আমার প্রধান লক্ষ্য এবং বিগত দিনগুলো থেকে নোয়াগাঁও ইউনিয়নে উন্নয়নের ছোয়া লেগেছে অনেক।
এ সময় দায়িত্ব গ্রহন করেন , ১ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ মোঃ রহিম, ২ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ আতাউর , ৩ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ কালাম , ৪ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ জহিরুল হক , ৫ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ সেলিম , ৬ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য সাকিব হাসান জয় , ৭ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান , ৮ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মোঃসাইফুল , ৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ শফিউদ্দিন , ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা নবনির্বাচিত ইউপি সদস্য মিনারা, আক্তার ৩,৪,৫,নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য জাহেদা, আক্তার, ৭,৮,৯, নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য নাজমা আক্তার।