সোনারগাঁয়ের খবর

নুনেরটেকে লালপুরীর ৫০তম তরিকত সমম্মেলন শুরু

নিজস্ব সংবাদদাতা :


চার তরিকার মহান মোর্শেদ সোনারগাঁ পরগণার হাদী মোবাল্লিগে ইসলাম শাহ্ সূফী হযরত মাওলানা নূরুল ইসলাম লালপুরী (র:) এর ৫০ তম উরস শরীফ উপলক্ষে তরিকত সম্মেলন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে লালপুরী দরবার শরীফ নুনেরটেকে। ২৬ নভেম্বর রবিবার থেকে ২৮ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত। অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তরিকত মহাসম্মেলনে দেশ বরেণ্য আলেম ওলামা, পীর মাশায়েকগণ ওয়াজ নসিহত পেশ করবেন।

দেশ ও জাতির কল্যাণে সকলের জন্য দোয়া ও আখেরী মোনাজাত করবেন দরবার শরীফের গদীনশীনপীর ও পরিচালক পীরজাদা আলহাজ্ব মাওলানা খাজা মোহাম্মদ মুঈনুদ্দিন চিশতী আল ফরাজী।

অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড: মো: শামসুল ইসলাম ভুঁইয়া, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ আল-কায়সার হাসনাত, ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মো: মাহবুবুর রহমান বাবুল, জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, সাংবাদিক মো: মনিরুজ্জামান মনির প্রমূখ।

অনুষ্ঠান আরজগুজার লালপুরী শাহ (র:) ভক্ত আশেকীন কল্যাণ পরিষদের পক্ষে- মো: ওসমান গণি মেম্বার, মো: আব্দুল জলিল, মো: জাকারিয়া ভুইয়া, মো: আবুল হাশেম, গোলাম মোস্তফা, মো: দেলোয়ার হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে খতমে কোরআন পেশ করবেন মুফতি আব্দুল কাদির মামুন, স্টেজ পরিচালনায় হাফেজ মোহাম্মদ নাজমুস সাকিব লালপুরী। অনুষ্ঠান তত্তাবদানে আছেন পীরজাদা মোহাম্মদ বাহলুল শাহ, ফরাজী মোহাম্মদ হানজালা শাহ, নাঈম মোহাম্মদ জাকারিয়া শাহ।

Related Articles

Back to top button