সোনারগাঁয়ের খবর
নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ ৫ দিন পর উদ্ধার
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
অপহরণের পাঁচ দিন পর সোনারগাঁ উপজেলার কাইকারটেক এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে রাজিব মিয়া (৩৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রাজিব মিয়া নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লক্ষ্যারচর এলাকার মফিজুল ইসলামের ছেলে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, গত সোমবার অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি সে।
এ ঘটনায় বন্দর থানায় সাধারণ ডায়েরি করা হয়। শুক্রবার সকালে স্থানীয়রা গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।