বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানুকে সভাপতি ও সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাঈম ইকবালকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
বন্দরের নবীগঞ্জ এলাকার সমরক্ষেত্রে গত শুক্রবার (১৭ জুন) জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলনে ২ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি দুই সদস্য বিশিষ্ট কমিটি দুটি ঘোষণা দেন।
সেখান থেকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁয়ের এমপি ও জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকাসহ জাতীয়পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।