রাজনীতিশহর

না.গঞ্জে বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে জেলা পুলিশ সুপারে জামায়াতের আবেদন

নিজস্ব সংবাদদাতা :


বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আগামী ২৮ জুলাই ২০২৩ ইং শুক্রবার বেলা ২.০০ টায় জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর এর উদ্যোগে ডি আই টি মসজিদ থেকে পুরাতন কোর্ট মসজিদ পর্যন্ত মিছিলের করার বিষয়ে পুলিশ সুপার নারায়ণগঞ্জকে সদয় অবগতি ও সহযোগিতা চেয়ে আবেদন জমা দিয়েছেন।

গতকাল ২৪ জুলাই সোমবার বিকাল ০৪.০০ টায় নারায়ণগঞ্জ এর আইনজীবীদের একটি প্রতিনিধি দল এডভোকেট জাহাঙ্গীর দেওয়ান এর সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ে যান।

পুলিশ সুপার এর প্রতিনিধি তা গ্রহন করে যোগাযোগ রাখতে বলেন। কিন্তু কোন রিসিভ কপি প্রদান করেন নাই।

এসময় আরও উপস্থিত ছিলেন এডভোকেট গোলাম সারোয়ার, এডভোকেট আক্তার হুসাইন, এডভোকেট মাসুদুর রহমান,এডভোকেট তাওফিক দিপু এবং এডভোকেট গোলাম মর্তুজা প্রমূখ।

Related Articles

Back to top button