নারায়ণগঞ্জ বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জ জেলা বিএনপির জ্যেষ্ঠ আহ্বায়ক নাসির উদ্দিনকে ভারপ্রাপ্ত আহবায়ক করেছে দলের কেন্দ্রীয় কমিটি।
বুধবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ নিয়োগ দেওয়া হয় বলে জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ জানান।
নাসির উদ্দিন রূপগঞ্জের তারাব পৌর বিএনপির সভাপতির দায়িত্বও পালন করছেন।
গত ২৪ ডিসেম্বর দলের সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র থেকে মেয়র পদে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশ নেওয়ায় জেলা বিএনপির আহবায়ক পদ থেকে তৈমুর আলম খন্দকারকে সরিয়ে প্রথম যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রবিকে ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
গত ১১ জানুয়ারি মনিরুল ইসলাম রবিকে সিদ্ধিরগঞ্জের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে হেফাজতে ইসলামের ডাকা হরতালে গাড়ি পোড়ানো মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ওই সময় তৈমুর অভিযোগ করেছিলেন, তার পক্ষে নির্বাচনে কাজ করায় মনিরুল ইসলাম রবিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহবায়ক কমিটির পদ থেকে অব্যাহতির নয় দিন পর গত ৪ জানুয়ারি তৈমুর আলম খন্দকারকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দেয় বিএনপি।
সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত হওয়ার দুদিন পর মঙ্গলবার রাতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির গঠনতন্ত্র মোতাবেক তৈমুর আলম খন্দকারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
অপর এক চিঠিতে তৈমুরের প্রধান নির্বাচনী এজেন্ট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালকেও দল থেকে বহিষ্কার করে বিএনপি।