নারায়ণগঞ্জে আমাদের নতুন সময়ের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জে দৈনিক আমাদের নতুন সময়ের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের নতুন সময়ের উপ সম্পাদক নুরুল আফছার।
দৈনিক আমাদের নতুন সময়ের নারায়ণগঞ্জ প্রতিনিধি মোশতাক আহমেদ শাওনের উদ্যোগে পত্রিকার মানোন্নয়নে সকল উপজেলা প্রতিনিধি, এজেন্সি, হকারসহ সংশ্লিষ্ট সকলে সমন্বয় করে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ হকার্স সমিতির সাধারন সম্পাদক রবি, দৈনিক আমাদের অর্থনীতির নারায়ণগঞ্জ প্রতিনিধি অপু রহমান, আওয়ার টাইমস এর জেলা প্রতিনিধি জহিরুল হক, দৈনিক আমাদের নতুন সময়ের বন্দর প্রতিনিধি জি এম সুমন, সোনারগাঁও প্রতিনিধি শাহজালাল, আমাদের অর্থনীতির আড়াইাহজার প্রতিনিধি গোলাম মোস্তফা, আওয়ার টাইমস এর বন্দর প্রতিনিধি শেখ আরিফুল ইসলাম প্রমুখ।