রাজনীতি
নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবক লীগের জেলা ও মহানগরীর সব কমিটি বিলুপ্ত
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
রোববার (১৬জানুয়ারি) যখন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) নির্বাচনে ভোট গ্রহণ চলছিল, তখন জেলা ও মহানগরসহ স্বেচ্ছাসেবক লীগের সব কমিটি ভেঙে দেওয়ার খবর আসে।
স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা, মহানগরসহ সব থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করে দেওয়া হয় ।
কমিটির দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজের সই করা চিঠিতে সব কমিটি বিলুপ্তির কথা জানানো হয়। তবে চিঠিতে কমিটি বিলুপ্তির কোনো কারণ উল্লেখ করা হয়নি। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি শামীম ওসমানের অনুসারী। এর আগে ৯ জানুয়ারি বিলুপ্ত করে দেওয়া হয় মহানগর ছাত্রলীগের কমিটি। ওই কমিটিও শামীম ওসমানপন্থি বলে পরিচিত।