সোনারগাঁ উপজেলার কাঁচপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা ও অপর ভাইকে আহত করার ঘটনায় ৯ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। সোমবার ২৭ ফেব্রুয়ারি দুপুরে নিহতদের মেজ বোন সামসুন নাহার (৪০) বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। এ মামলায় মোর্শেদা বেগম (৩০) নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতর নারী মামলার ৬ নাম্বার আসামী। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।
এছাড়াও এ মামলায় নিহতদের চাচা মহিউদ্দিন ও চাচাতো ভাই মোস্তফাসহ তাদের পরিবার সদস্যদের আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম। তিনি জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনার পর থেকে জড়িতরা সবাই পলাতক। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে।
এর আগে, রোববার দুপুরে কাচঁপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই মোস্তফা, মফিজুল ও মারুফ কুপিয়ে হত্যা করে দুই ভাই আসলাম সানি ও শফিকুল ইসলাম রনিকে। এ ঘটনায় নিহতদের আরেক ভাই আহত রফিকুল ইসলাম এখনও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় অভিযুক্তদের বাড়িতে রোববার রাতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী।