নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাবার সাথে মোটরসাইকেলে করে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তানভীর মাহাতাব জিসান(১৩) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
এসময় আহত হয়েছে শিশুটির বাবা হাকীম হারুনুর রশিদ ও তার ছোট ভাই তানজিম(৭)।
বুধবার(৬ ডিসেম্বর) সন্ধায় সোনারগাঁ উপজেলার উদ্ভবগঞ্জ ব্রীজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশীরা জানান, উপজেলার উদ্ভবগঞ্জ বাজারের ঔষধ ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিক হারুনুর রশিদ দুই ছেলে জিসান ও তানজিমকে মোটরসাইকেল দিয়ে আত্নীয়ের বাড়ী থেকে দাওয়াত খেয়ে বাড়িতে ফিরে আসার পথে উদ্ভবগঞ্জ ব্রীজে ওভারটেক করতে গিয়ে দৃর্ঘটনায়পতিত হয়। দুই ছেলে সহ মোটরসাইকেল চালক হাকীম হারুনুর রশিদ ছিটকে পড়েন।
এসময় তিনজনই মারাত্নকভাবে আহত হয়। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় জিসানের মৃত্যু হয়।
এদিকে মটরসাইকেল চালক হারুনুর রশিদ ও তার ছোট ছেলে তানজিম এর অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।
হাকীম হারুনুর রশিদ দৈনিক সমকালীন কাগজের সোনারগাঁ উপজেলার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত।
এদিকে শিশু জিসানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তানভীর মাহতাব জিসান সোনারগাঁ জিআর মডেল ইনষ্টিটিউশন এবার ষষ্ঠ শ্রেণিতে বার্ষিক পরিক্ষা দিয়েছিল।
রাত সাড়ে দশটায় স্থানীয় দরপত ঈদগায় জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।