বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এই নির্বাচন ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের মাঝামাঝি বা ২০২৬ সালের জুলাই মাসের আগেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আগামী ১৩ তম সংসদ নির্বাচন দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আসন্ন নির্বাচন ঘিরে জনমনে রয়েছে ব্যাপকতর আশা আকাঙ্ক্ষা এবং নানা গুঞ্জন চলছে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দৃশ্যপট নিয়ে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামি নারায়ণগঞ্জ জেলার ৫ টি আসনে তাদের প্রার্থী চুড়ান্ত করেছেন।
তারা হলেন, নারায়ণগঞ্জ-১, রূপগঞ্জ আসন থেকে নির্বাচন করবেন বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসাইন মোল্লা।
নারায়ণগঞ্জ-২, আড়াই হাজার থেকে নির্বাচন করবেন অধ্যাপক ইলিয়াস মোল্লা।
নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁও উপজেলা থেকে নির্বাচন করবেন কেন্দ্রীয় শুরা সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।
নারায়ণগঞ্জ -৪, ফতুল্লা-সিদ্দিরগঞ্জ থেকে নির্বাচন করবেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমীর মাওলানা আব্দুল জব্বার।
নারায়ণগঞ্জ-৫, সদর-বন্দর আসন থেকে নির্বাচন করবেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, মাওলানা মঈনুদ্দিন আহমেদ।
আগামী ৭ ই ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ পৌর ওসমানী স্টেডিয়ামে আয়োজিত জনসভায় এ ঘোষণা দিবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।