জনপ্রতিনিধ

ডাঃ আব্দুর রউফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও দোয়া করেছেন মাসুম চেয়ারম্যান

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুর রউফ সাহেব মৃত্যু বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

উনার মৃত্যুতে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম গভীর ভাবে শোক প্রকাশ ও মহান মনিবের দরবারে কায়মনোবাক্যে দোয়া করেন- اَلٗهُمَٗ اٍنَٗكَ عَفُوُٗ تُحٍبُٗ الٛكَرِيٛمِ فَاعٛفُ عَنُٗا তাকে যেন ক্ষমা করে দেন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন, রেখে যাওয়া আপনজনরা সবর করতে পারেন।

Related Articles

Back to top button