ধর্ম

জৈনপুর ওহীর পথ ইসলামি দাওয়া সেন্টার কর্তৃক ঈদ সামগ্রী বিতরন

নিজস্ব প্রতিবেদক :

oppo_0

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন জৈনপুর ওহীর পথ ইসলামি দাওয়া সেন্টার।

মঙ্গলবার দুপুরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামে অবস্থিত ওহীর পথ ইসলামি দাওয়া সেন্টারের পক্ষ থেকে প্রায় ২৫০ পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও ওহীর পথ ইসলামি দাওয়া সেন্টার পরিচালকদের নিজস্ব যাকাত ও ফিতরার কালেকশন থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ঈদের এই উপহার প্যাকেজে ছিল ৩ কেজি চাল, হাফ কেজি সেমাই ও হাফ কেজি চিনি।

oppo_0

Related Articles

Back to top button