বন্দর

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুলপরিমাণ ইয়াসহ গ্রেফতার ৪

নিজস্ব সংবাদদাতা :


নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বন্দর থানাধীন নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৬ হাজার ৭৫০ টাকা সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল রাতে নাসিক ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এস আই) এস এম শামীম সহ সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: রিফাত, সাগর, রাজু ও সবুজ। তারা প্রত্যোকে নবীগঞ্জ এলাকার বাসিন্দা।

উদ্ধারকৃত ইয়াবার ওজন ১ শত গ্রাম এবং মূল্য ৩৩ লক্ষ টাকা। ধৃতদের বিরুদ্ধে জেলা ডিবি পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন।

Related Articles

Back to top button