জাতীয়রাজনীতি

২৭ জুলাই আ’লীগ- বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কা

পত্রিকার পাতা থেকে :


ঢাকায় যুবলীগের কর্মসূচি ছিল ২৪ জুলাই। সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি’র ডাকা ২৭ জুলাইয়ের কর্মসূচি ঘোষণা করার পর যুবলীগ তাদের কর্মসূচিকে ২৭ জুলাইয়ে নিয়ে গেছে। ২৭ জুলাইয়ের এই পাল্টাপাল্টি মহাসমাবেশকে কেন্দ্র করে চরম সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।

আজ ২৪ জুলাই সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে এক যৌথ সভা শেষে তিনি গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা নিশ্চয়ই লক্ষ করেছেন, কয়েক দিন ধরে সরকারের মন্ত্রীরা হুমকি দিচ্ছেন। তাঁরা এমন কথাও বলছেন, ছেঁকে ছেঁকে তোলা হবে। তাঁদের যে ভাষা, তা সন্ত্রাসী ভাষা। সরকারের বিশেষ বিশেষ ব্যক্তি উসকানিমূলক কথা বলছেন, একই সঙ্গে তাঁরা উসকানিমূলক কাজও করছেন বলে দাবি করেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরে বলেন, আমরা এখন পর্যন্ত যতগুলো আন্দোলন করেছি, প্রতিটি আন্দোলন শান্তিপূর্ণ ছিল।

আপনারা দেখেছেন, আমাদের দুজন লোক নিহত হয়েছেন, নয় হাজার মিথ্যা মামলা করেছে, তারপরও আমরা শান্তিপূর্ণভাবে জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা আশা করব, ভয়াবহ সংঘাতপূর্ণ পরিস্থিতি পরিহার করবে আওয়ামী লীগ ও যুবলীগ এবং সরকার এটা নিশ্চিত করবে।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আমরা কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। সময় এসেছে বাংলাদেশের মানুষের নিজেদের অধিকার ফিরে পাওয়ার আন্দোলনের। আমাদের এই আন্দোলন সফল হবে।

Related Articles

Back to top button