জনপ্রিয় বাবু চেয়ারম্যান এবার স্বতন্ত্র প্রার্থী
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ থেকে গত দুই মেয়াদে নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটে বিজয়ী জনপ্রিয় চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
তিনি মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার সকালে তার সমর্থিত নেতাকর্মীদের নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ-উর রহমানের কাছে এই মনোনয়নপত্র দাখিল করেন।
জানাযায়, দলের প্রতি পূর্ণ আনুগত্য, বিপুল জনপ্রিয়তা, গত দুইবারের নৌকা বিজয়ী চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য হওয়া সত্বেও দলীয় মনোনয়ন বঞ্চিত এই নেতা সংবাদ সম্মেলন করে আওয়ামীলীগ থেকে পদত্যাগ করেন গত সোমবার ( ১৬ মে ) দুপুর ১২ টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার একটি অভিজাত রেস্তোরাঁয়।
আগামী ১৫ জুন ইভিএমের মাধ্যমে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ, সীমানা নিয়ে মামলার জটিলতার কারনে মোগড়াপাড়া ইউনিয়নের নির্বাচন দীর্ঘদিন ধরে স্থগিত ছিল।