চেয়ারম্যান মাসুমের আমন্ত্রণে রয়েল রিসোর্টে রাজনৈতিক নেতাদের মিলন মেলা
নিজস্ব প্রতিবেদক :
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের আমন্ত্রণে অনুষ্ঠিত তার সন্তান মাহির রহমান এর সুন্নাতে খাৎনার আয়োজনটি আওয়ামী লীগের রাজনীতিবিদদের মিলন মেলায় পরিণত হয়েছে।
বুধবার ৩১ জানুয়ারি সোনারগাঁ রয়েল রিসোর্টে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের একমাত্র ছেলে মাহির রহমান আহিল এর জন্মদিন ও সুন্নাতে খাৎনা উপলক্ষে বিগ বাজেটের এই রয়েল ফ্যামিলির অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতা ছাড়াও জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন মাসুম চেয়ারম্যানের আমন্ত্রণে।
এতে উপস্থিত হন, নারায়ণগঞ্জের কিংখান খ্যাত এমপি কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের জনপ্রিয় ও জনন্দিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক বাদল, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া,জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ আলীসহ সোনারগাঁ উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ।