চেঙ্গাকান্দির একজন অভিভাবক আব্দুল বারেক এর চিরবিদায়
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের একজন অভিভাবক ও পরিবারসহ আমেরিকার নাগরিকত্ব পাওয়া হাজী আব্দুল বারেক প্রধান (৭৮) এর মরদেহ নামাজে জানাজা শেষে পিরোজপুর সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
গত( ১৭ডিসেম্বর) শুক্রবার বাংলাদেশে সময় দুপুর ২:৩০ মিনিট আমেরিকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ২০ ডিসেম্বর সোমবার সন্ধায় তার মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আসে। মঙ্গলবার সকাল ১০টায় চেঙ্গাকান্দি মাদ্রাসা মাঠে হাজারও মানুষের শ্রোদ্ধায় আর চোখের জলে নামাজে জানাজা শেষে চিরবিদায় জানান হাজী আব্দুল বারেক প্রধানএর মরদেহ।
মরহুমের বর্ণময় কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করেন তার অসংখ্য গুণগ্রাহী। মরহুমের নামাজে জানাজায় জনপ্রতিনিধি নূরুজ্জামান নূরুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষকবৃন্দ ও অসংখ্য মুসল্লী অংশগ্রহণ করেন।
মৃত্যুর আগে তিনি স্ত্রী ও তিন মেয়েসহ আমেরিকায় নাগরিকত্ব নিয়ে দীর্ঘদিন যাবৎ বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৫ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।